লাল রঙের পোশাক পরিহিত ব্যক্তি পরিচয় জানালেন রাশেদ খান

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের (জিওপি) নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঘটনার সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, দলটির ছাত্রনেতা সম্রাটকে লাল টি-শার্ট পরা ব্যক্তি বেধড়ক পেটাচ্ছেন।

লাল রঙের পোশাক পরিহিত ওই ব্যক্তি পুলি কনস্টেবল বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে রাশেদ লেখেন, লাল রঙের পোশাক পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। বিপি নং – ৯৭১৭১৯৭২৪৩
সে ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*