বিস্ফোরণ ঘটিয়ে সেই বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান

পাকিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত সীমান্ত এলাকায় টানা ভারি বর্ষণের ফলে আন্তঃসীমান্ত তিনটি নদী—চেনাব, রাভি ও সুতলেজে পানির অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। এতে পানির চাপ সহ্য করতে না পেরে বুধবার কর্তৃপক্ষ চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের একটি তীররক্ষা অংশ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয়।

এই ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে জারি করা হয়েছে বন্যার উচ্চ সতর্কতা। পানির প্রবল স্রোতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কার্তারপুর সাহিব তলিয়ে গেছে।

পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন গণমাধ্যমকে জানান, “বাঁধের প্রধান অবকাঠামো রক্ষার জন্য আমরা বাধ্য হয়েছি ডানপাশের তীররক্ষা বাঁধ উড়িয়ে দিতে। এতে পানির চাপ কিছুটা কমানো সম্ভব হবে।”

দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক পাঞ্জাবে বসবাস করে। আশঙ্কাজনক পরিস্থিতিতে চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী এলাকা থেকে লাখো মানুষ ও গবাদিপশু সরিয়ে নিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্র: এএফপি, গালফ নিউজ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*